Latest News

প্রেমে প্রত্যাখ্যান! ফালাকাটায় ছাত্রীর শরীর ব্লেড দিয়ে চিরে দিল যুবক

দ্য ওয়াল ব্যুরো: প্রেমে প্রত্যাখ্যানের জেরে বিপদে পড়তে হল কলেজ ছাত্রীকে। ফালাকাটার এক কলেজ গেটের সামনেই ছাত্রীর গায়ে ব্লেড চালিয়ে দিল প্রাত্যাখ্যাত যুবক! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা গেছে, ফালাকাটার ওই ছাত্রীকে বেশ কিছুদিন ধরেই উত্যক্ত করছিল যুবক। এদিন কলেজের গেটের সামনেই তাঁকে আক্রমণ করে সে। ব্লেডের আঘাতে ওই ছাত্রীর ঘাড়ে মুখে ক্ষতের রেখা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল।

স্থানীয় সূত্রে খবর, প্রেমে প্রত্যাখ্যাত হয়েই এমন কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত যুবক। জখম অবস্থায় ছাত্রীকে নিয়ে যাওয়া হয়েছে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় কলেজ চত্বরে। পুলিশি অভিযান শুরু হয়। অভিযুক্ত যুবককে এখনও ধরতে পারেনি পুলিশ। সে কলেজ চত্বর থেকে পালিয়ে গেছে। ছাত্রীর বয়ানের ভিত্তিতে তদন্ত চলছে। শিগগিরই অভিযুক্তকে ধরতে পারবে বলে আশাবাদী পুলিশ।

ফালাকাটায় এর আগেও প্রেমে প্রত্যাখ্যানের জেরে এমন ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই এক স্কুলছাত্রীকে গলা কেটে খুন করেছে এক যুবক। প্রেমে সাড়া না পেয়েই এই নৃশংস আচরণ বলে খবর স্থানীয় সূত্রে। ওই ছাত্রীকে ধারালো অস্ত্রের আঘাতে ধর থেকে মাথা নামিয়ে দেওয়া হয়েছিল। এবার ফের ওই একইধরনের ঘটনার সাক্ষী থাকল ফালাকাটা। পরপর এমন ঘটনা এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

You might also like