
জানা গেছে ডুয়ার্সের সেভক-গুলমা রেললাইনে ডাউন মহানন্দা এক্সপ্রেস ট্রেন যাওয়ার সময় বিপত্তি ঘটে। লাইনের মাঝে আচমকাই চলে আসে একটি পূর্ণ বয়স্ক হাতি। হেলতে দুলতে আপন মনে হাঁটতে থাকে সে। এদিকে ট্রেন ছুটে আসছে ঝড়ের গতিতে। অবশেষে চালকের তৎপরতাতেই প্রাণে বেঁচে গেল গজরাজ।
ডাউন মহানন্দা এক্সপ্রেসের চালক গতকাল ছিলেন শ্রী কে চন্দ। দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ ছুটে আসছিল সেই ট্রেন। হঠাৎ চালক দেখতে পান লাইনের উপর হাতি উঠে পড়েছে। প্রাণপণে ব্রেক কষে দেন তিনি। ঠিক সময়ে গাড়িটির গতি কমে যায়। ফলে এ যাত্রা বেঁচে যায় হাতিটি।
ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা কমাতে রাজ্যের বন দফতরের সঙ্গে রেল মন্ত্রকের বহুবার বৈঠক হয়েছে। সেসব বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বন-সংলগ্ন এলাকায় ট্রেনের দুরন্ত গতি কমিয়ে আনা হবে, নিয়ন্ত্রণে রাখা হবে গতি। সেই থেকেই মঙ্গলবারের এই সাফল্য বলে মনে করা হচ্ছে।