
দ্য ওয়াল ব্যুরো: বাড়ির ছাদে তল্লাশি চালাতে গিয়ে বিদ্যুতের তারে হাত লেগে গিয়েছিল সিভিক ভলান্টিয়ারের। সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে মৃত্যু হয় তাঁর। ঘটনাকে ঘিরে তুমুল বিক্ষোভ চলছে পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলার ভগবানপুরে। বাড়ির ছাদে ঠিক কী কারণে তল্লাশি চালাতে গিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার সেই নিয়েই প্রশ্ন তুলছেন এলাকার লোকজন। পুলিশি অভিযানে একজন সিভিক ভলান্টিয়ার তল্লাশি চালাতে পারেন কিনা সে নিয়েও প্রশ্ন উঠেছে।
সোমবার রাতে এই ঘটনা ঘটেছে ভগবানপুর থানার দ্বারিমারায়। স্থানীয়রা বলছেন, রাতে ওই এলাকার বাসিন্দা সন্তোষ মেটার বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়ির ছাদে উঠে তল্লাশি করছিলেন একজন সিভিক ভলান্টিয়ার। আচমকাই বিকট চিৎকার শুনে সকলে ছাদে উঠে দেখেন বিদ্যুতের তার জড়িয়ে পড়ে রয়েছেন তিনি (Electrocuted)। শরীর নিথর হয়ে গেছে। সঙ্গে সঙ্গেই তাঁকে কাছাকাছি ভগবানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর ছড়াতেই উত্তেজনা তৈরি হয় এলাকায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা।
মৃত সিভিক ভলান্টিয়ারের নাম সুব্রত কর। বাড়ি গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বুড়াবুড়ি গ্রামে। সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর (Electrocuted) খবর ছড়িয়ে পড়তেই ভগবানপুর হাসপাতালের সামনে হাজির হন এলাকার লোকজন। অভিযানের সময় কেন আরও সতর্কতা অবলম্বন করেনি পুলিশ,কি এমন প্রয়োজন পড়েছিল রাতেই তল্লাশি চালানোর সেই নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। একজন সিভিক ভলান্টিয়ার পুলিশের সঙ্গে তল্লাশি অভিযান চালাতে পারেন কিনা সে নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
Kapil Sibal : সরে দাঁড়ান সনিয়া, রাহুল, চাই না ‘ঘর কি কংগ্রেস, বিস্ফোরক কপিল সিব্বল
গোটা এলাকা বিদ্যুৎহীন করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। পরে ভগবানপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাড়ির মালিকের দাবি, পুলিশ কোনও খবর না দিয়েই রাতে তল্লাশি চালাতে আসে। ছাদে হাই ভোল্টেজ বিদ্যুতের তারে হাত লেগে মৃত্যু হয় সিভিক ভলান্টিয়ারের। বাড়ির ছাদ থেকে কিছুই পাওয়া যায়নি বলে দাবি তাঁর। স্থানীয়রা বলছেন, একটি গাঁজার ঠেকে হানা দেওয়ার পরেই ওই বাড়িতে তল্লাশি চালাতে আসে পুলিশ। তবে কিছু পাওয়া গেছে কিনা তা পুলিশ জানায়নি।