Latest News

মার্চের শুরুতেই বালিগঞ্জ ও আসানসোলে ভোট করাতে চায় কমিশন

দ্য ওয়াল ব্যুরো: মার্চের শুরুতেই বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট করাতে চায় জাতীয় নির্বাচন কমিশন। এখনও তারিখ নিয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও, সূত্রের খবর মার্চের শুরুতেই ভোট পর্ব মেটাতে চায় কমিশন।

শোনা যাচ্ছে সরস্বতী পুজোর পরই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তখনই বিজ্ঞপ্তি জারি করে দিনক্ষণ ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে খালি হয়ে যায় বালিগঞ্জ বিধানসভা। সেই বিধানসভা দ্রুত সেরে নিতে চায় কমিশন। পাশাপাশি, আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ার পরই এই আসনে ভোট করানোর ব্যাপারে তৎপর কমিশন।

You might also like