
সরকারি সূত্রে খবর, নবান্ন থেকে শেষ মূহূর্তে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন পর্ব শেষ না হওয়া পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপযুক্ত পরিচয় পত্র এবং ন্যায্য কারণ ছাড়া আগামীকাল কাউকেই রাজ্য নির্বাচন কমিশনের অফিসে ঢুকতে দেওয়া হবে না। রাজনৈতিক দলগুলির তরফে যে নেতারা কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তাঁরা নির্বিঘ্নেই যেতে পারবেন। তবে অবাঞ্ছিত ভিড় কোনভাবেই করতে দেওয়া হবে না।
কেন শেষ মুহূর্তে নিরাপত্তার এই কড়াকড়ির আয়োজন? নবান্নের কর্তারা এই ব্যাপারে কেউ মুখ খোলেননি। তবে সূত্র মারফৎ জানা গেছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শুক্রবারের হুঁশিয়ারির ভিত্তিতে প্রশাসন কোনরকম ঝুঁকি নিতে চাইছে না।
শুক্রবার হুঁশিয়ারি দেয়, রবিবার ভোটে কোনরকম অনিয়ম হলে বিজেপি কর্মীদের পথে নামতে হবে। প্রশাসন আশঙ্কা করছে, অনিয়মের অভিযোগে বিজেপি পথ অবরোধ, বুথ ঘিরে রাখার মত কর্মসূচি নিতে পারে, সেক্ষেত্রে ভোট বিঘ্ন হবে। নিরবিচ্ছিন্নভাবে ভোটদান সম্পন্ন করা সরকারের চ্যালেঞ্জ। সেই কারণে শেষ সময়ে নিরাপত্তার এই তৎপরতা।