
কমিশনকে আগামী সাত দিনের মধ্যে এই নোটিসের জবাব দিতে বলা হয়েছে। তা না করলে মামলার হুঁশিয়ারিও দিয়েছেন বিমল ভট্টাচার্য।
কোভিড আবহে রাজ্যের চার পুরনিগম আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগরের ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিমলবাবুর বক্তব্য এই সময় যথেষ্ট নয়। সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি। উচ্চ আদালত থেকে পরামর্শ দেওয়া হয়েছিল ভোট পিছিয়ে দেওয়ার। ৪ থেকে ৬ সপ্তাহ পিছনোর কথা বলেছিলেন হাইকোর্টের বিচারপতি। তবু কেন সে কথা রাখা হল না, কেন মাত্র তিন সপ্তাহ পিছিয়ে আবার ভোটের দিন ঘোষণা করে দিল কমিশন সেই প্রশ্ন তোলা হয়েছে ওই নোটিসে। এভাবে হাইকোর্টের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার কমিশনের কাছে হাইকোর্ট অবমাননার ওই নোটিস গেছে। এখন দেখার কমিশন এর কী জবাব দেয়।