
দ্য ওয়াল ব্যুরোঃ রাজ্যের সমস্ত স্কুল কলেজ খুলে গিয়েছে। স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অফলাইনেই চলছে পঠনপাঠন। কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতেও ক্লাস হচ্ছে অফলাইনে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে পরীক্ষা কি হবে অফলাইনেই হবে?
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অফলাইন নয়, অনলাইনে নেওয়ার পরামর্শই দিচ্ছে রাজ্যের উচ শিক্ষা দফতর। সূত্রের খবর, এই মর্মে তারা চিঠি দিয়েছে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের।
বলা হয়েছে, কলেজ খুলে গেলেও পরীক্ষা অফলাইনে নেওয়া উচিত হবে না। কারণ আসন্ন সেমেস্টার পরীক্ষার অধিকাংশ ক্লাসই অনলাইনে নেওয়া হয়েছে। অফলাইন ক্লাস হয়েছে হাতে গোনা। তাই অনলাইনে পড়িয়ে অফলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষপাতী নয় উচ্চ শিক্ষা দফতর।
ইতিমধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বিজোর সেমেস্টারগুলি পরীক্ষা অনলাইনে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বাকি বিশ্ববিদ্যালয়েও যাতে তেমনটাই হয়, সেই পরামর্শ দিয়েছে শিক্ষা দফতর।
সূত্রের খবর, উচ্চ শিক্ষা দফতরের ওই চিঠিতে উপাচার্যদের উদ্দেশে বলা হয়েছে, পরীক্ষা অনলাইন না অফলাইন সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যেন সব পক্ষের সঙ্গে আলোচনা করা হয়।