
এই ঘটনায় ডাক্তার সুশান্ত রায় জানিয়েছেন, সম্প্রতি তিনি লক্ষ্য করেন তাঁর দীর্ঘদিনের পুরনো ফেসবুক একাউন্টটি হ্যাক করা হয়েছে। বিষয়টি তার নজরে আসার পর তিনি জেলা পুলিশ সুপারকে জানান। এরপর তাঁর সঙ্গে আলোচনা করার পরে বিষয়টি নিয়ে তিনি জলপাইগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, সাইবার থানায় অভিযোগ দায়ের হবার পর ঘটনার তদন্ত শুরু হয়েছে।