Latest News

‘দিদি, জিও দিদি’! তৃণমূলের জয়ের সম্ভাবনা দেখেই টুইট করলেন অখিলেশ

দ্য ওয়াল ব্যুরো : রবিবার দুপুরেই ফলাফলের ট্রেন্ড দেখে বোঝা যায়, পশ্চিমবঙ্গে ফের ক্ষমতায় আসছে তৃণমূল। দুপুর ১২ টা ২৬ মিনিটে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের অন্যান্য নেতাদের অভিনন্দন জানালেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ লিখেছেন, পশ্চিমবঙ্গে ভাজপার ‘নফরৎ কি রাজনীতি’ পরাজিত হয়েছে। পশ্চিমবঙ্গের সচেতন জনতাকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের অপর নেতাদেরও ‘বধাই’ জানাচ্ছি।

পরে অখিলেশ লিখেছেন, বিজেপি নেতারা এক মহিলার উদ্দেশে অপমানজনক কটাক্ষ করেছিলেন। তাঁরা বলছিলেন ‘দিদি ও দিদি!’ জনতা ভাজপাকে মুখের মতো জবাব দিয়েছে। টুইটারের শেষে অখিলেশ লিখেছেন, ‘দিদি জিও দিদি!’

এদিন দুপুর দু’ট অবধি পশ্চিমবঙ্গে ফলাফলের যে ট্রেন্ড, তাতে মনে হয়, ২০০-র বেশি আসন পেতে পারে তৃণমূল। বিজেপি থেমে যেতে পারে ১০০-র নীচে। সবচেয়ে খারাপ অবস্থা বামেদের সংযুক্ত মোর্চার। তারা সম্ভবত দু’টির বেশি আসন পাবে না।

অন্যদিকে অসমে জয়ের পথে এগোচ্ছে বিজেপি। দুপুর অবধি ওই রাজ্যে যা ট্রেন্ড, তাতে দেখা যায়, বিজেপি জোট এগিয়ে আছে ৮০ টি আসনে। ৪৬ টি আসনে এগিয়ে আছে প্রধান বিরোধী দল কংগ্রেস। অসমে গরিষ্ঠতা পেতে হলে চাই ৬৪ টি আসন। সুতরাং বলা যায়, বড় কোনও অঘটন না ঘটলে উত্তর পূর্বের ওই রাজ্যটিতে সরকার গড়তে চলেছে বিজেপি। রাজ্যে এই প্রথম কোনও অকংগ্রেসি দল পরপর দু’বার সরকার গঠন করবে। সেই ইতিহাস গড়ার লক্ষ্যেই এগোচ্ছে বিজেপি।

অসমে ভোট হয়েছিল তিন দফায়। ২৭ মার্চ, ১ এপ্রিল ও ৬ এপ্রিল ওই রাজ্যের মানুষ ভোট দেন। বিজেপি জোট বেঁধেছে অসম গণ পরিষদ, ইউনাইটেড পিপলস পার্টি লিবারাল এবং গণ সুরক্ষা পার্টির সঙ্গে। এবার দু’দিক থেকে চ্যালেঞ্জের মুখে পড়েছিল বিজেপি। প্রথম চ্যালেঞ্জ ছিল কংগ্রেস জোটের কাছ থেকে। কংগ্রেসের শরিক ছিল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট, বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট, আঞ্চলিক গণ মোর্চা, সিপিএম, সিপিআই এবং সিপিআই এমএল। দ্বিতীয়ত সদ্যগঠিত দু’টি দল অসম জাতীয় পরিষদ ও রায়জোড় দলের থেকেও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল গেরুয়া ব্রিগেডের বিরুদ্ধে। ২০১৯ সালে অসমে এনআরসি বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ওই দু’টি দলের জন্ম হয়।

এদিন তামিলনাড়ুতে পিছিয়ে পড়ছে বিজেপির জোটসঙ্গী এডিএমকে। ১২৬ টি আসনে এগিয়ে আছে ডিএমকে। এডিএমকে এগিয়ে আছে ৯৬ টি আসনে।

You might also like