Latest News

মিমি, নুসরতকে টিপস দেবও না, ওদের টিপস নেবও না: বিস্ফোরক দেব

মধুরিমা রায় ও পিনাকপাণি ঘোষ

“আমি তোমার কাছে রাখব/আজ মনের কথা হাজার..!”

সিনটা মনে পড়ে! সিলভার স্ক্রিনে দেব-এর বাহুবন্ধনে মিমি! ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে অরিজিৎ সিংহের কন্ঠে ‘যোদ্ধা’ ছবির সেই গান পাঁচ বছর আগে বাংলায় সুপারহিট।

কাট টু ‘লাভ এক্সপ্রেস’।  বক্স অফিসে সাড়া না ফেললেও জিৎ গাঙ্গুলির কথা ও সুরে সে ছবির গানও তো হিট, ‘মন বলেছে আমার/আজ সঙ্গে যাবে তোর। ’ দেব ও নুসরত জাহানের সেই অনস্ক্রিন কেমিস্ট্রিও ছিল চোখে পড়ার মতো!

অথচ, রিয়েল লাইফে সিন বদলে গেল বেমালুম।  বৃহস্পতিবার ঘাটালের ঝলসে যাওয়া গরমের মধ্যেই বোমাটা ফেলে দিলেন দেব।  বললেন, মিমি-নুসরতকে টিপস্ দেবও না, ওদের থেকে টিপস্ নেবও না! আমার আপত্তি আছে।

হল টা কী?

ঘাটালে এ বারও লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ দেব।  ওদিকে দিদি-র এ বার নতুন চমক, মিমি, নুসরত।  যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে মিমি চক্রবর্তীকে তৃণমূলের প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  নুসরত জাহানকে প্রার্থী করেছেন বসিরহাটে।

দেব, মিমি, নুসরত এক গ্রহেরই লোক।  সাক্ষাৎকারে তাই দেবকে প্রশ্ন করা হয়েছিল, রাজনীতিতে আপনি মিমি-নুসরতের সিনিয়র।  কোনও টিপস দিতে চান ওঁদের?

শুনেই দেবের জবাব, “না না।  দেখে তো মনে হচ্ছে ওঁরাই আমার সিনিয়র। ” তারপর হেসে বললেন, “আমিই টিপস নিচ্ছি!” সে হাসিতে দৃশ্যত শ্লেষের ছাপ।

টিপস নিচ্ছেন? সত্যি? প্রশ্নটা ফের ঘুরিয়ে করতেই এ বার হাসি উধাও।  সিরিয়াস। বললেন, “আই হ্যাভ মাই রিজার্ভেশন।  আমার রিজার্ভেশন আছে ফর সামথিং।  আমি টিপস দিচ্ছি না।  ওদের থেকেও নিচ্ছি না।  দিলেও নেব না।  ওরা ওদেরটাই ভাল করে করুক, তাতেই যথেষ্ট”।

দেবের সোজা সাপ্টা এই দু-তিন কথাতেই টলিপাড়া যে আন্দোলিত হয়ে উঠতে পারে বলাবাহুল্য।  কিন্তু কেন?

দেব এর কোনও ব্যাখ্যা দেননি।  এ ব্যাপারে মিমি-নুসরতের প্রতিক্রিয়া পাওয়ার জন্য চেষ্টা করা হলেও তা এখনও পাওয়া যায়নি।  তবে টলিপাড়ার গলি ঘুজির হদিশ যাঁরা রাখেন, তাঁরা বলছেন ব্যাপারটা আর গসিপ পর্যায়ে নেই।  কাহানিতে টুইস্টের কারণটাও প্রায় হাটখোলা।  এক দিকে দেব।  যিনি ছবি প্রযোজনা করে, সেই ছবিতে অভিনয় করেও হল পাচ্ছেন না! অন্যদিকে আরেক প্রযোজক শ্রীকান্ত মোহতা ও তাঁর স্নেহধন্য হিরোইনরা। ফলে যা হওয়ার তাই হয়েছে।  দেবের হইচই আনলিমিটেড থেকে মিমি বেরিয়ে আসার পর তো মুখ দেখাদেখিও ইদানীং হয় না।  নুসরতের থেকে সুনির্দিষ্ট কারণেই দূরত্ব আরও। আর গোটা গল্পের অন্যতম চরিত্র শ্রীকান্ত মোহতা এখন ভুবনেশ্বর জেলে রয়েছেন। চিটফাণ্ড কাণ্ডে প্রতারণার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে আপাতত জেল হেফাজতে রয়েছেন তিনি।

জানুন দেব কী বললেন 

You might also like