Latest News

ফের লাইনচ্যুত গুয়াহাটি বিকানের এক্সপ্রেসের ইঞ্জিন

দ্য ওয়াল ব্যুরো: ১০ দিনও কাটেনি। তার মধ্যেই ফের লাইনচ্যুত হয়ে পড়ল গুয়াহাটি বিকানের এক্সপ্রেসের ইঞ্জিন। শিলিগুড়ি জংশনের ডিজেল শেডে ঘটে বিপত্তি। দুর্ঘটনা নিয়ে ফের প্রশ্নের মুখে রেল। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

জংশন থেকে শেডের দিকে নিয়ে আসার সময়ই ঘটনাটি ঘটে। জানা গেছে, মেরামতির জন্য ইঞ্জিনটি নিয়ে আসা হচ্ছিল শেডে। তার আগেই ফের ঘটে বিপত্তি। গত ১৩ জানুয়ারি নিউ ময়নাগুড়ি ও নিউ দোমোহনি স্টেশনের মাঝখানে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে। সেই ট্রেনের ইঞ্জিনটি নিয়ে আসা হচ্ছিল বলে খবর।

জানা গেছে প্রাথমিক তদন্তের পর মেরামতির জন্য ট্রেনটি আনা হচ্ছিল শেডে। তার আগেই মোটরের কাজ বন্ধ হয়ে যাওয়ায় বিপত্তি হয়। যার জেরে বন্ধ হয়ে যায় ওই লাইনের ট্রেন চলাচল। সিকিম মহানন্দা এক্সপ্রেসকে ঘুর পথে চালানো হয়। ফের এই ঘটনা ঘটায় স্বভাবতই প্ৰশ্ন উঠতে শুরু করেছে।

You might also like