Latest News

ডেঙ্গি মশা জিন পাল্টে পাল্টে ফিরে আসে, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: দিন বদলাচ্ছে। জিন বদলাচ্ছে।
রাজ্যে ডেঙ্গি (Dengue) পরিস্থিতি নিয়ে এডিস মশার জিনের গঠনগত বদলের বিষয়ে অবহিত করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার কৃষ্ণনগরে দলের সভা থেকে ডেঙ্গি নিয়ন্ত্রণের বিষয়ে পুরসভা, পঞ্চায়েত ও জেলা পরিষদকে নির্দেশ দেন মমতা।
সেই সঙ্গে দিদি এও বলেন, ‘কোভিড এখন নেই। ডেঙ্গিটা একটু একটু আছে। ওটাও ডাউন ট্রেন্ড (নিম্নমুখী)। নানান রকম জিন বদলে ডেঙ্গি মশা ফিরে ফিরে আসে।’

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার ডেঙ্গি (Dengue) পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। পরিসিংখ্যান অনুযায়ী ২০১৯ সালের ডেঙ্গি পরিস্থিতিকেও ছাপিয়ে গিয়েছে এবারের সংক্রমণ। কলকাতা, হাওড়ায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে গত দু’মাসে। সেইসঙ্গে ডেঙ্গির হটস্পটে পরিণত হয়েছে হুগলি জেলা। এ নিয়ে যখন স্বাস্থ্য ভবন উদ্বিগ্ন তখন মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘শীত আসছে। ডেঙ্গি আস্তে আস্তে কমে যাবে।’

এবারে ডেঙ্গিতে মৃত্যুহারও অন্যবারের তুলনায় অনেক বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কোভিড পরবর্তী সময়ে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তথা ইমিউনিটি পাওয়ার কমেছে। ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা তার অন্যতম কারণ।

লোভ কোরো না, মাথা উঁচু করে পার্টি করো: কৃষ্ণনগরে মমতা

প্রশাসনিক তৎপরতার পাশাপাশি নাগরিক সচেতনতাও যে ডেঙ্গি প্রতিরোধে গুরুত্বপূর্ণ বিষয় তাও স্মরণ করিয়ে দেন মমতা। তাঁর কথায়,’বাড়িতে যাতে জল না জমে, ঠাকুরকে আমরা যে পাত্রে জল দিই সেটা যাতে রোজ পরিষ্কার করা হয়, সেদিকেও আমাদের নজর দিতে হবে। নইলে মশা ওখানে বাসা বাঁধবে।

You might also like