Latest News

রাতভর বৃষ্টি, দুর্যোগের মেঘ কাটেনি, দক্ষিণবঙ্গে আর কত দিন বৃষ্টি চলবে?

দ্য ওয়াল ব্যুরো: রাতভর বৃষ্টিতে ভেসেছে মহানগর। রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলি জলমগ্ন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের জেরে দুর্যোগের মেঘ এখনও কাটেনি (weather)। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সৈকত শহরগুলিতে জারি হয়েছে সতর্কতা। পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের অবস্থান এখন মধ্যপ্রদেশে (weather)। মধ্যপ্রদেশ এবং ছত্তীসগড়ের নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত তৈরি হয়েছে। এই অক্ষরেখা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। এর প্রভাবে আজ, মঙ্গলবারও ভারী বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলিতে।

কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা?

আজ ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূমে (weather)। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বুধবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

বুধবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিমি। বুধবার অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। 

বিজেপির বাপি পুলিশ কর্তাকে সরকার পতনের লজিক বোঝালেন, দাঁড়িয়ে শুনলেন ডিএসপি!

উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতেই। দার্জিলিং এবং কালিম্পং জেলায় আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, এই তিন জেলায় ১৩ ও ১৪ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

You might also like