
স্থানীয় ও রেল পুলিশ সূত্রের খবর,আপ হাওড়া-তারকেশ্বর লোকাল ট্রেন রাত সাড়ে সাতটা নাগাদ সিঙ্গুর স্টেশনে ঢোকার সময় নিত্যযাত্রীরা চেঁচামেচি করতে থাকেন। ট্রেন থামিয়ে দেন ড্রাইভার। রেল কর্মীরা গিয়ে দেখেন কামরায় এক ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। হকার ও রেলকর্মী জিআরপিরা তাঁকে উদ্ধার করে স্টেশনে নামান। তারপর তাঁকে স্থানীয় সিঙ্গুর গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
যদিও রঞ্জিত মালিক নামে ট্রেনের এক হকার বলেন, একজন লোক মারা গেছেন বলে চেঁচামেচি করছিলেন নিত্যযাত্রীরা। করোনার ভয়ে প্রথমে কোনও ট্রেন যাত্রী মৃত ব্যক্তির দেহ ধরতে রাজি হননি। আমরা ও রেলকর্মীরা তাঁকে ধরে ট্রেন থেকে নামাই। মৃতদেহের ময়না তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে রেল পুলিশ সূত্রের খবর।