
দ্য ওয়াল ব্যুরো: ঢিল ছোড়া দূরত্বে থানা, তবু সবার চোখে ধুলো দিয়ে দোকানের শাটার ভেঙে দু’লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা! ঘটনায় শোরগোল পড়ে নদিয়ার শান্তিপুর থানার পঞ্চানন তলা এলাকায়।
জানা যায়, অন্যান্য দিনের মতোই রাত দশটা নাগাদ দোকানে তালা মেরে বাড়ি চলে যান দোকানের মালিক। তারপর সকাল হতেই স্থানীয়দের নজরে আসে দোকানের সামনের শাটার ভাঙা! খবর পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসেন দোকানের মালিক। দোকান খুলে দেখেন নগদ দু লক্ষ টাকা খোয়া গিয়েছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে চুরির দৃশ্যও।খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার পিছনে কারা জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
এলাকাবাসীর দাবি, যত দিন যাচ্ছে চোরের উৎপাত ততই বেড়ে চলেছে। কারণ কিছুদিন আগেই ওই এলাকায় আরও একটি বড়সড় চুরির ঘটনা ঘটেছিল। এবার থানার সামনে এমন বেপরোয়া চুরির ঘটনা এলাকাবাসীকে যথেষ্ট আতঙ্কে ফেলেছে।