Latest News

রাজ্যে ফের আক্রান্তের চেয়ে সুস্থ হলেন বেশি মানুষ, মৃত্যু ৫৫ জনের

দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মী পুজোর সন্ধে থেকে যে ধারা চলছিল ছিল সেই ধারা অব্যাহত রইল শুক্রবারও।

ফের রাজ্যে আক্রান্তের চেয়ে সুস্থ হলেন বেশি জন। শুক্রবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৪২ জন। সুস্থ হয়েছেন চার হাজার ২৮৩ জন। একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৫৫ জনের।

এর ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন লক্ষ ৯৭ হাজার ৪৬৬ জন। সেরে উঠেছেন তিন লক্ষ ৫৪ হাজার ৭৩২ জন। মোট মৃত্যু সাত হাজার ১৭৭ জনের। এই মুহূর্তে রাজ্যে কোভিড সক্রিয় রোগীর সংখ্যা ৩৫ হাজার ৫৫৭ জন।

শুক্রবারের বুলেটিনেও রাজ্যে সংক্রমণের শীর্ষে কলকাতা, ৮৪৬ জন। তারপরই উত্তর ২৪ পরগনা, ৮১৬ জন। তা ছাড়া দক্ষিণ ২৪ পরগনার সংক্রমণ প্রায় ৩০০। হাওড়া ও হুগলির সংক্রমণ আড়াইশোর কাছাকাছি।

You might also like