দ্য ওয়াল ব্যুরো: বছর শেষে দুর্ঘটনা। কয়লাখনি পরিদর্শনে গিয়ে ধসের কবলে পড়লেন খনি আধিকারিক। জ্বলতে থাকা কয়লাখনিতেই তলিয়ে গেলেন তিনি। ইসিএলের উদ্ধারকারী দল উদ্ধারকাজ শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের ইসিএলের কেন্দা এরিয়ার ২ নম্বর কেন্দা কয়লাখনিতে। ইসিএলের ওই আধিকারিকের নাম অজয় মুখোপাধ্যায়। তিনি কেন্দা কয়লাখনির সিনিয়র ওভারম্যান।
কিছুদিন আগে কেন্দার এক কয়লাখনি থেকে কালো ধোঁয়া ও আগুনের হলকা বের হতে দেখা গিয়েছিল। মাটি ফেটে ধোঁয়া বেরিয়ে আসছিল। ইসিলের পক্ষ থেকে সেই আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। এদিন তা পরিদর্শনে গিয়েছিলেন অজয়। তখনই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বিধায়ক হরেরাম সিং ঘটনাস্থলে গিয়েছেন। উদ্ধারকাজ চলছে। তবে অন্ধকার নেমে আসায় উদ্ধার কার্যে সমস্যা হচ্ছে বলে খবর ইসিএল সূত্রে।