Latest News

কোনও দুর্যাগ ছাড়াই গাছ ভেঙে পড়ল চলন্ত বাইকে! চুঁচুড়ায় মর্মান্তিক পরিণতি আরোহীর

দ্য ওয়াল ব্যুরো: মাথায় গাছ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার সকালে চুঁচুড়ার সুকান্তনগর জিটিরোড ধরে বাইকে চেপে যাওয়ার সময় আচমকাই সেই দুর্ঘটনা ঘটে। বাইক আরোহী সমীর কুমার ঘোষের মাথায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাস্তার ধারের শুকনো গাছের ডাল।

জানা যায়, গাছের ডাল পড়ে ভেঙে যায় বাইকের একাংশও। তার তলায় চাপা পড়ে যান সমীর বাবু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

চন্দননগর হলদেডাঙার বাসিন্দা ছিলেন ৪৮ বছর বয়সি সমীর বাবু। এলাকার বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সকাল সকাল এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।

কোনও প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই রোদঝলমলে আবহাওয়া এমন শুকনো বিপর্যয়ে হতবাক সকলে। স্থানীয় বাসিন্দা থেকে চুঁচুড়া প্রশাসনের আধিকারিকরা সকলেই বলছেন, কোথা থেকে কী হয়ে গেল!

হুগলি-চুঁচুড়া পুরসভার পুরপ্রশাসক গৌরীকান্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই এ রকম ঘটনায় সকলে হতচকিত। দ্রুত একটি বৈঠক ডাকা হয়েছে। স্থানীয় বিধায়কও থাকবেন তাতে, ঘটনাটির পর্যালোচনা করা হবে।

You might also like