Latest News

ফের উত্তপ্ত টিটাগড়, বোমা ফেটে জখম শিশু

দ্য ওয়াল ব্যুরো: ভাটপাড়া, নরেন্দ্রপুর, মালদহের পর এবার টিটাগড়। গত ফেব্রুয়ারিতেই পুরভোটের আগে বোমা ফেটে জখম হয়েছিল এক শিশু। আবার বোমা বিস্ফোরণের ঘটনায় এক শিশু মারাত্মকভাবে জখম হয়েছে।

টিটাগড় পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কারবালা মাঠে বোমা ফেটে এক শিশু জখম হয়েছে। স্থানীয়রা বলছেন, শিশুটির নাম মহম্মদ আফরোজ। এদিন সকালে মাঠে আগুন পোহাচ্ছিল সে। সেই সময় বোমা ফাটে। গুরুতর জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রাই। তাকে প্রথমে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে। মাঠের মধ্য়ে কারা বোমা রেখে গেছিল সে খোঁজ চলছে। ঘটনাস্থলে গিয়েছেন টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ।

গত এক সপ্তাহে কুলপিতে বোমা ফেটে জখম হয় তিন শিশু। মিনাখাঁয় বোমা ফেটে মৃত্যু হয়েছে এক কিশোরীর। ব্যান্ডেলে প্রাথমিক স্কুলের ভিতর বোমা মেলে সোমবার। এলাকাবাসীর তৎপরতায় বিপদ এড়ানো গেছে সেখানে। পঞ্চায়েত ভোট এগিয়ে আসতে রাজ্যের যত্রতত্র মিলছে বোমা। দুর্ঘটনাও ঘটে চলেছে একের পর এক।

You might also like