Latest News

‘ভুল হয়ে থাকলে শুধরে নেওয়া হবে,’ শিক্ষক নিয়োগে অনিয়ম সম্পর্কে বললেন মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ ঘিরে বিগত কয়েক মাস যাবৎ রাজ্য-রাজনীতি উত্তপ্ত। জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ শিক্ষা দফতরের একাধিক শীর্ষ আধিকারিক। আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে শিক্ষক নিয়োগে সরকারের পদক্ষেপের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী অনিময়ের অভিযোগ পাশ কাটিয়ে বলেন, ‘কাজ করতে গিয়ে ভুল হয়। যদি কোনও ভুল হয়ে থাকে শুধরে নেওয়া হবে। এর জন্য এত চিৎকার, এত কু্ৎসা কেন?’ (Chief Minister said about irregularities)

Image - ‘ভুল হয়ে থাকলে শুধরে নেওয়া হবে,’ শিক্ষক নিয়োগে অনিয়ম সম্পর্কে বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী (Chief Minister) বলেন, ‘রাস্তায় হাঁটার সময় হোঁচট থাওয়া স্বাভাবিক ব্যাপার। তখন সাবধানে হাঁটতে হয়। ভুল কিছু হয়ে থাকলে শোধরানো হবে।’ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, আইন আইনের পথে চলবে।
আজ রাজ্য সরকারের তরফে ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি তৃণমূল সরকারের সময়ে রাজ্যে শিক্ষার পরিকাঠামো বৃদ্ধির চিত্র তুলে ধরেন। সেখানেই শিক্ষক নিয়োগের প্রসঙ্গে বিরোধীদের নিশানা করেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কিছু লোক শুধুই বাংলার নিন্দামন্দ করতে ব্যস্ত। সরকারের ভাল কাজ তাদের নজরে আসে না।

তবে এদিন কোনও দলের নাম মুখে আনেননি মুখ্যমন্ত্রী। স্কুলের পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠান বলেই সম্ভবত তিনি সরাসরি রাজনীতির গভীরে ঢোকেননি। তবে ছুঁয়ে গিয়েছেন। তিনি বলেন, কিছু লোক রাজ্যে বসে দিল্লিকে বলছে বাংলাকে টাকা দিও না। দিল্লি টাকা না দিলে আমাদের বয়েই গেছে। আমরা নিজেরাই নিজেদের টাকার সংস্থান করতে পারি। কোনও অবস্থাতেই বাংলার স্বাভিমান বিসর্জন দেব না। আমরা বাংলা মা’কে রক্ষা করব। এটাই আমাদের সংকল্প।

আজকের অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে পড়ুয়াদের সরকারি ব্যবস্থাপনায় নেতাজি ইনডোরে আনা হয়। উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর পরামর্শ, সব সময় তথ্য যাচাই করে নেবে। কোনটা সত্য, কোনটা মিথ্যা, যুক্তি দিয়ে বুঝে নিতে হবে। ছাত্রছাত্রীদের সর্বদা ইতিবাচক বিষয়ে ভাবার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সারাক্ষণ খারাপ কথা ভাবলে মস্তিষ্কের কোষ নষ্ট হয়ে যায়: মমতা

You might also like