Latest News

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নয়, বিজেপির দাবি খারিজ হাইকোর্টে

দ্য ওয়াল ব্যুরো: পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই দাবি এদিন খারিজ করে দিয়েছে আদালত। বলা হয়েছে পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। রাজ্য পুলিশই ভোট পরিচালনা করবে।

পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবির পিছনে বিজেপির যুক্তি ছিল, বিধানসভা নির্বাচন ও তার পরবর্তী হিংসার ঘটনাবলী। সেই দৃষ্টান্ত টেনে হাইকোর্টে বিজেপির আইনজীবী জানিয়েছিলেন, শাসকদলের চোখ রাঙানির মাঝে সুষ্ঠুভাবে ভোট সম্ভব নয়। ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিজেপির অনেক প্রার্থীকে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি নাকচ করে দিয়েছে। রাজ্য পুলিশই পরিচালনা করবে ভোট।

উল্লেখ্য, পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টেও গিয়েছিল বিজেপি। কিন্তু সেখানেও তাদের ধাক্কা খেতে হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি এই মামলা হাইকোর্টেই ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, কলকাতার পুরভোটে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন কি না তা হাইকোর্টই ভাল বিবেচনা করতে পারবে। হাইকোর্টেই এই মামলার শুনানি হোক।

এরপর কলকাতা হাইকোর্টে নতুন করে আবার কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা করে বিজেপি। তুলে ধরে নানা যুক্তি। কিন্তু হাইকোর্ট তাদের দাবি খারিজ করে দিল। এর আগে পুরসভার ভোটে স্থগিতাদেশ চেয়ে বিজেপির তরফ থেকে যে মামলা করা হয়েছিল তাও খারিজ হয়ে গেছে। আগামী ১৯ তারিখ রাজ্য পুলিশের তত্ত্বাবধানেই কলকাতার ভোট হবে।

You might also like