
CBSE Result : সিবিএসই-র দশম শ্রেণির টার্ম ওয়ানের ফল প্রকাশিত, স্কুলে পাঠানো হল মার্কশিট
দ্য ওয়াল ব্যুরো : গত শুক্রবার, অর্থাৎ ১১ মার্চ ক্লাস টেনের টার্ম ওয়ান পরীক্ষার ফল (CBSE Result) প্রকাশ করেছে সিবিএসই। শনিবার জানা যায়, সংশ্লিষ্ট প্রতিটি স্কুলে মার্কশিটও (CBSE Result) পাঠিয়ে দিয়েছে ওই বোর্ড। সেই মার্কশিট প্রকাশিত হলে ছাত্রছাত্রীরা সিবিএসই-র (CBSE Result) ওয়েবসাইট cbse.gov.in এবং cbseresults.nic.in-এ তা দেখতে পাবে।
কোভিড পরিস্থিতিতে পরীক্ষা (CBSE Result)
২০২১ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে সিবিএসই-র টার্ম ওয়ান (Term 1) পরীক্ষা হয়েছিল। টার্ম টু পরীক্ষা হবে এপ্রিল মাসে। তারপরে দশম শ্রেণির চূড়ান্ত ফল প্রকাশিত হবে। কোভিড পরিস্থিতিতে এবার দু’দফায় পরীক্ষা নিয়েছে সিবিএসই।
আরও পড়ুন : ইতিহাস পরীক্ষায় প্রসব যন্ত্রণা! সদ্যোজাত কোলেই জীবন বিজ্ঞান দিলেন মাধ্যমিক ছাত্রী