Latest News

২০২২ সালে ভেঙে হবে সিবিএসই-র বোর্ড পরীক্ষা, জারি বিজ্ঞপ্তি

দ্য ওয়াল ব্যুরো: অল্প সিলেবাসের মধ্যেই ২০২২ সালে দুটি ভাগে ভেঙে সিবিএসইর বোর্ডের পরীক্ষা সম্পন্ন হবে। এদিন বিজ্ঞপ্তি জারি করে বোর্ডের তরফে ২০২২ সালের শিক্ষা ও পরীক্ষা বিষয়ক নীতির কথা জানানো হয়েছে।

সোমবার সিবিএসই বোর্ডের তরফে বলা হয়েছে, বোর্ডের দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ২০২১-২২ ব্যাচের জন্য আলাদা নিয়ম থাকছে। যা কোভিড পূর্ববর্তী সময়ে সেভাবে দেখা যায়নি।

এবার থেকে দু’টি ভাগে সিলেবাসকে ভাগ করে সিবিএসই বোর্ড পরীক্ষা নেবে। করোনা পরিস্থিতিতে এবারের পরীক্ষা বাতিল হতেই ২০২২ সালের বোর্ড পরীক্ষা বিধি নিয়ে সিবিএসই নয়া এই নিয়মের কথা জানিয়েছে। বোর্ড জানিয়েছে , যে বিষয় অন্য বিষয়ের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তা নিয়ে এবারের মূল্যায়নে জোর দেওয়া হবে।

জানা গিয়েছে, টার্ম শেষের পরীক্ষা ৯০ মিনিটে সম্পন্ন হবে। পরীক্ষার ঘরানাতেও কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। টার্ম ওয়ানে থাকবে কে বেসড এমসিকিউ। মূলত টার্ম ওয়ান এমসিকিউ নির্ভর হতে চলেছে। টার্ম টুতে অন্য ঘরানায় পরীক্ষা হবে। পরিস্থিতির উপর নির্ভর করছে টার্ম টুয়ের পরীক্ষা। সেক্ষেত্রে স্কুলগুলি থেকে ২ ঘণ্টার পরীক্ষা টার্ম টুয়ের জন্য নেওয়া যেতে পারে বলে জানিয়েছে সিবিএসই।

You might also like