
৩১ জুলাইয়ের মধ্যে বেরোতে চলেছে সিবিএসই দ্বাদশের ফল, মূল্যায়নের পদ্ধতি আদালতে জানাল বোর্ড
সূত্রের খবর, নম্বর দেওয়ার ক্ষেত্রে পড়ুয়াদের দশম ও একাদশ শ্রেণির ফলাফলকে বিচার করা হবে। এ ছাড়া দ্বাদশের আভ্যন্তরীণ মূল্যায়ন, প্র্যাক্টিক্যাল টেস্ট, টার্ম টেস্টের মতো প্রি-বোর্ড পরীক্ষার ফলাফলও গুরুত্ব পাবে। বিচারপতি এএম খানউইলকর এবং দীনেশ মাহেশ্বরীর যুগ্ম বেঞ্চকে জমা দেওয়া দেওয়া রিপোর্টে বোর্ড জানায়, পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণির প্রি-বোর্ডে প্রাপ্ত নম্বরের ৪০ শতাংশকে গ্রহণ করা হবে। পাশাপাশি একাদশের চূড়ান্ত পরীক্ষার ৩০ শতাংশ নম্বর এবং দশম শ্রেণির সর্বোচ্চ নম্বর পাওয়া তিনটি বিষয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ৩০ শতাংশ নম্বর দেওয়া হবে।
কিন্তু এই সামগ্রিক যোগ্যতা নির্ধারণের শর্ত যদি কেউ পূরণ করতে না পারেন? সেক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপালের বক্তব্য, ‘তিন বছরের পঠনপাঠনের মধ্যে কোনও পড়ুয়া যদি যোগ্যতা পূরণে ব্যর্থ হন, তখন তাদের বাধ্যতামূলকভাবে ফের একবার বসতে হবে। সেক্ষেত্রে তাঁদের ‘এসেনশিয়াল রিপিট’ অথবা ‘কম্পার্টমেন্ট’ তালিকায় রাখা হবে।’
উল্লেখ্য, গতকালই দেশের শীর্ষ আদালতের কাছে দ্বাদশের মূল্যায়নের পদ্ধতি বিষয়ে রিপোর্ট দাখিল করে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বা সিআইএসসিই। তারা একাদশ ও দ্বাদশ শ্রেণির স্কুলের পরীক্ষার নম্বরের ভিত্তিতে মূল্যায়নের কথা জানায়। আগামী ২০ জুলাইয়ের মধ্যে এর ভিত্তিতে ফল প্রকাশ করা হবে বলেও উল্লেখ করে বোর্ড।