
২০ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এবার দশমের রেজাল্টের অপেক্ষায় ছিল। ইউনিট টেস্ট, মধ্য বার্ষিক পরীক্ষা এবং প্রি টেস্টের ফল থেকে নম্বর নির্ধারণ করা হয়েছে।
কীভাবে দেখবেন রেজাল্ট?
সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbse.nic.in-এ গিয়ে রোল নম্বর দিয়ে লগইন দিয়ে রেজাল্ট জানতে পারবেন পড়ুয়ারা। পরীক্ষা বাতিল হওয়ার কারণে অ্যাডমির্ট কার্ড হাতে পাননি ছাত্রছাত্রীরা, তাই রোল নম্বরও জানা নেই। তবে বোর্ডের তরফে বলা হয়েছে, খুব তাড়াতাড়ি অ্যাডমির্ট কার্ড পাঠিয়ে দেওয়া হবে স্কুলগুলিতে। করোনা সঙ্কটের জেরে এই মুহূর্তে বাড়ির বাইরে পা রাখাই দায় হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে স্কুল বা জোনাল অফিসে গিয়ে রেজাল্ট সংগ্রহ করতে হবে না পড়ুয়াদের। বরং DigiLocker app থেকে সরাসরি তা ডাউনলোড করে নিতে পারবে তারা। ডিজিলকারের লগইন করলে মার্কশিট, মাইগ্রেশন সার্টিফিকেট ও পাশ সার্টিফিকেট পাওয়া যাবে।
কীভাবে ডিজিলকারে লগইন করবেন পড়ুয়ারা—
প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে– https://accounts.digitallocker.gov.in/signup/smart_v2/4f0bc1fe0b88eb43709d3a23143cf28f
ডিজিলকারে লগইন করতে হলে আধার কার্ডের নম্বর বাধ্যতামূলক। আধার কার্ডে লেখা নাম ও জন্মতারিখ দিয়ে লগইন করতে হবে।
লিঙ্গ নির্বাচন করে মোবাইল নম্বর দিতে হবে।
এরপরে ৬ নম্বরের সিকিউরিটি পিন দিতে বলবে।
পিন সেট হওয়ার পরে ইমেল আইডি ও আধার কার্ডের নম্বর দিতে হবে।
সম্পূর্ণ তথ্য দিয়ে সাবমিট করতে হবে। নিজের আলাদা ইউজার আইডিও সেট করতে পারেন।
ডিজিলকারে পরীক্ষার ফল দেখতে হলে কী করবেন—
এই ওয়েবসাইটে যেতে হবে– https://accounts.digitallocker.gov.in/signup/smart_v2/4f0bc1fe0b88eb43709d3a23143cf28f
এবার মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে ওই ৬ সংখ্যার পিন নম্বর দিতে হবে।
লগইন-এ ক্লিক করলেই ডিজিলকার খুলে যাবে।
এবার নিজের ইউজার আইডি বা পিন নম্বর দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে।
এসএমএস ও মোবাইল অ্যাপে নম্বর জানতে হলে
উমাঙ্গ অ্যাপে রেজাল্ট দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। এসএমএস করতে হলে সিবিএসই ১০ টাইপ করে রোল নম্বর, স্কুল, সেন্টার উল্লেখ করে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে।