Latest News

বর্ধমানের পুরপ্রশাসক গ্রেফতার, চিটফান্ড মামলায় ধরল সিবিআই

দ্য ওয়াল ব্যুরো: চার মাস আগেই তাঁকে পুরপ্রশাসক পদে নিয়োগ করেছিল নবান্ন। সেই তিনি বর্ধমান পুরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই।

সানমার্গ নামের অর্থলগ্নিকারী সংস্থার মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। কলকাতায় তাঁকে জেরার জন্য ডেকেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। পাশাপাশি সিবিআইয়ের একটি দল হানা দিয়েছে বর্ধমানে সানমার্গের অফিসে। ধৃত প্রণব চট্টোপাধ্যায়ের বাড়িতেও যায় সিবিআই টিম।

প্রণব চট্টোপাধ্যায়ের স্ত্রী রেখা চট্টোপাধ্যায় বলেন, তাঁদের বাড়িতে সিবিআইয়ের টিম এসেছিল। তারা সানমার্গ নিয়ে তদন্ত করছে। তাঁদের একটি বিল্ডিংয়ে সানমার্গ ভাড়া নিয়েছিল কিছুদিনের জন্য। তিনি সিবিআই আধিকারিকদের জানান এর বেশি তাঁর এই বিষয়ে কিছু জানা নেই।

প্রণবের গ্রেফতারিতে অস্বস্তিতে বর্ধমানের তৃণমূলও। যদিও শাসকদলের নেতারা এ নিয়ে মুখ খুলতে চাননি। তবে আড়ালে আবডালে অনেকেই বলছেন, বিরোধীরা এবার এ নিয়ে ময়দানে নামবে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সানমার্গের থেকে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কম করে পৌনে চার কোটি টাকা নিয়েছিলেন এই তৃণমূল নেতা। সেই টাকা আর কোথায় কোথায় গেছে সেটাই এখন বের করতে চাইছে তদন্ত এজেন্সি।

You might also like