
ঘটনাটি ঘটেছে, খড়দহ স্টেশন সংলগ্ন ৯ নম্বর রেলগেটে। সেখানে শুক্রবার রাতে দেখা যায় লাইনের মাঝেই দিব্যি দাঁড়িয়ে আছে চার চাকার একটি ওলা অল্টো গাড়ি। দু’পাশে রেলগেট বন্ধ। বাইরে দাঁড়িয়ে থাকা পথচারীরা অবাক হয়ে দেখছেন এমন দৃশ্য। রেলগেট পড়ে যাওয়ার পরেও লাইনের উপর গাড়ি দাঁড়িয়ে থাকার এমন ছবি যে সচরাচর চোখে পড়ে না।
দেখা গেছে, লাইনের মাঝে দাঁড়িয়ে থাকা গাড়িটির দু’পাশ দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে মেল ট্রেন। যে কোনও মুহূর্তেই যে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না। যে কোনও মুহূর্তেই গাড়িটি ট্রেনের ধাক্কায় চুরমার হয়ে যেতেই পারত।
গাড়ির ভিতর অবশ্য কেউ ছিলেন কিনা তা স্পষ্ট নয়। তবে রেলগেট খোলার পরেই গাড়ি নিয়ে পালিয়ে গেছে সে। আপাতত সেই গাড়ি ও গাড়ির মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ।
এমন ঘটনা চোখের সামনে দেখে হতবাক খড়দহ এলাকার মানুষজন। রেলগেটের গেট ম্যান জানিয়েছেন, লাইনের উপর গাড়ি রেখে চালক পালিয়েছিলেন। তিনি গাড়ির গেট বন্ধ করে দিয়ে এসেছেন সময়মতো। কারণ ট্রেন চলে এসেছিল। তবে রেল লাইনে নিরাপত্তা ঘিরে রেল কর্তৃপক্ষের এই উদাসীনতা কিন্তু চোখ এড়াচ্ছে না। ইতিমধ্যেই তা নিয়ে অনেক প্রশ্ন উঠে গেছে। এমনকি ছবি তুলতেও বাধা দিয়েছেন আরপিএফ জওয়ানরা। খড়দহ স্টেশনের রেল কর্তৃপক্ষও মুখ খুলতে চাননি।