
দ্য ওয়াল ব্যুরো: করোনা দিন দিন বাড়ছে, এদিকে মানুষের কনও সচেতনতার বালাই নেই! না আছে মুখে মাস্ক, না কেউ মানছে সামাজিক দূরত্ববিধি। এই পরিস্থিতিতে চ্যালাকাঠ হাতে পথে নামলেন গৃহবধূরা। জনগণকে সচেতনতার পাঠ দেওয়ার ভার নিলেন নিজেদের কাঁধেই।
ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার সেখানেই পথে নামেন একদল মহিলা। সকলেই স্থানীয় গৃহবধূ। হাতে চ্যালাকাঠ নিয়ে মাস্ক না পরা মানুষদের রীতিমতো শাসান তাঁরা। বলেন, করোনাবিধি মানতেই হবে। এলাকার সকলকে মাস্ক পরতে এবং দূরত্ববিধি মেনে চলতে কড়া নির্দেশ দেন।
ক্যানিংয়ের ওই এলাকায় করোনাবিধি মানতে, মানুষকে সতর্ক করতে বেশ কিছুদিন ধরেই পভিযান চালাচ্ছে পুলিশও। কিন্তু তাতে খুব একটা কাজের কাজ হচ্ছে না দেখে এদিন নিজেরাই পথে নামার সিদ্ধান নেন ক্যানিংয়ের এই নারীবাহিনী। গ্রামের মহিলারা একজোট হয়ে ভাইরাসকে রুখে দিতে তৎপর।