Latest News

আরামবাগে সোনার ব্যবসায়ীর মাথা ফাটিয়ে সর্বস্ব লুঠ! এখনও কেউ গ্রেফতার হয়নি

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে দুষ্কৃতী হামলার শিকার হলেন আরামবাগের স্বর্ণ ব্যবসায়ী বিমলকান্তি মাঝি। রিক্সা করে বাড়ি ফেরার সময় ধারালো অস্ত্র নিয়ে ওই স্বর্ণ ব্যবসায়ী ও রিক্সা চালকের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। গুরুতর আহত দুজনকেই আরামবাগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার ডোঙ্গল হাটতলা থেকে ডোঙ্গলমোড়ের দিকে যাওয়ার পথে ট্যাংড়া খালির কাছে। আহত সোনার দোকানের মালিকের বাড়ি আরামবাগের বিবেকানন্দ পল্লীতে।

আর্ত চিৎকার শুনে স্থানীয় মানুষজন বিমলবাবু ও রিক্সাচালক ফতে আলি শাহকে আহত অবস্থায় উদ্ধার করে আরামবাগের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ।

আহত ব্যবসায়ীর স্ত্রী প্রমীলা মাঝি জানান, ডোঙ্গল হাটতলার আলুপট্টিতে বিমলবাবুর সোনার দোকান আছে। প্রতিদিনই দোকান বন্ধ করে রিক্সা করে তিনি বাড়ি ফেরেন। গতকালও ফিরছিলেন। সেসময় তাকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়ে ব্যাগ কেড়ে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। কত টাকা খোয়া গেছে বোঝা যাচ্ছে না। কারণ এখনও কিছুই জানাতে পারেননি ওই স্বর্ণ ব্যবসায়ী।

ব্যবসায়ীর প্রতিবেশী নবকুমার মণ্ডল জানান, ছিনতাইয়ে বাধা পেয়েই দুষ্কৃতীরা এই ধরনের আক্রমণ করেছে। দোকান বন্ধ করে প্রতিদিনই রিক্সা করে বাড়ি ফেরেন তিনি, এ কথা জানত দুষ্কৃতীরা। আর দোকান থেকে ফিরছেন মানে তাঁর কাছে সোনা ও নগদ টাকা রয়েছে। ব্যাগে থাকা দোকানের চাবি ও মোবাইল ফোনও নিয়ে গেছে তারা।

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুরু হয়েছে তদন্ত। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

You might also like