
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের নয়ানজুলিতে নেমে পড়ল বাস। আহত ১০ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ওই বাসটি আরামবাগ থেকে ঝাড়গ্রাম যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, খুব জোরে যাচ্ছিল বাসটা। চন্দ্রকোনার শহরের শ্রীনগরের কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।
আহতদের হুগলির আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।