Latest News

সোদপুরে স্কুলছাত্রের দিকে বন্দুক নিয়ে তেড়ে গেল একদল যুবক! এলাকায় হুলস্থূল

দ্য ওয়াল ব্যুরো: বন্দুক নিয়ে স্কুলছাত্রের দিকে তেড়ে গেল একদল যুবক। হামলাকারীরাও স্কুলেই পড়াশোনা করে বলে খবর। কেন এমন আক্রমণ তা নিয়ে ধন্দ রয়েছে। তবে মনে করা হচ্ছে প্রণয়ঘটিত কারণেই এমনটা করা হয়ে থাকতে পারে।

জানা গেছে আক্রান্ত যুবক কিংশুক ঘোষ। সে পাণিহাটি অ্যাঙ্গেলস নগরের আসিন্দা। সোদপুর সেন্ট জেভিয়ার্স স্কুলের নবম শ্রেণীর ছাত্র কিংশুকের উপর এদিন বন্দুক হাতে চড়াও হয় একদল দুষ্কৃতী। রিভলভারের বাটের ঘায়ে গুরুতর জখম হয় সেই ছাত্র। কোনও রকমে স্কুলে ঢুকে পড়ে নিজের প্রাণ বাঁচায় সে।

কিংশুকের চিৎকার শুনেই আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরা রিভলভার হাতে চার যুবককে ধরে ফেলেন। তারপর তাদের তুলে দেওয়া হয় খড়দহ থানার পুলিশের হাতে। পুলিশ চারজনকেই গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি দুষ্কৃতীদের ধরার জন্যেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

স্কুলছাত্রদের হাতে কীভাবে আগ্নেয়াস্ত্র এল, প্রশ্ন উঠেছে। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সেন্ট জেভিয়ার্স স্কুলের সামনের ওই এলাকায়।

You might also like