
দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল গর্ভস্থ সন্তানের (Bolpur Child Death) । সোমবার এই ঘটনা ঘিরে উত্তাল হয়ে ওঠে বোলপুর মহকুমা হাসপাতাল (Hospital) চত্বরে।
হাসপাতাল সূত্রে খবর, পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার দেওয়া গ্রামের সেলিনা খাতুন রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রসবের সময় তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়।
রোগীর পরিবারের অভিযোগ, ভর্তি হওয়ার পর থেকে যন্ত্রণায় ছটফট করছিলেন সেলিনা। তিনি বমিও করে ফেলেন। এত বাড়াবাড়ি হতে দেখেও চিকিৎসক বা নার্স কেউই ওই মহিলাকে দেখতে আসেননি। তারপরই সোমবার সকালে প্রসবের সময় গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন সেলিনা।
স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করেছিলেন স্বামী, ঘুষি খেয়ে ফাটল তাঁর মুখ
সেলিনার স্বামী দাবি, তিনি অভিযুক্ত চিকিৎসক ও নার্স শাস্তি চান। একই দাবিতে সরব সেলিনা বিবি বাকি পরিবারের সদস্যরাও। তাঁদের অভিযোগ, যন্ত্রনা মাটিতে শুয়ে কাতরাচ্ছিলেন সেলিনা। সেটা দেখেও কেউ এগিয়ে আসেনি। এই ঘটনা চাউর হতেই হাসপাতালে পরিষেবা নিয়ে ক্ষোভ ফেটে পড়েন অন্যান্য রোগীদের আত্মীয়রাও। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।