Latest News

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চাই, দাবি নিয়ে আদালতে যেতে পারে বিজেপি

দ্য ওয়াল ব্যুরোঃ কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, বৃহস্পতিবারই এমনটা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তারপরেই বিজেপির তরফ থেকেই কেন্দ্রীয় বাহিনীর জোরালো দাবি তোলা হল পুরভোটের আগে। এমনকি তারা এই বিষয়ে আদালতের দ্বারস্থও হতে পারে। গেরুয়া সাংসদ অর্জুন সিংয়ের কথায় তেমন ইঙ্গিত মিলেছে।

এদিন বিকেলে বিজেপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে দেখা করতে যায়। ছিলেন শিশির বাজোরিয়া, সাংসদ অর্জুন সিং এবং বিধায়ক অগ্নিমিত্রা পল। আসন্ন পুরভোট নিয়ে একাধিক দাবিদাওয়া তাঁরা কমিশনকে জানিয়েছেন বলে খবর। তবে সেখানে মুখ্য দাবি ছিল একটাই, কলকাতার পুরভোট করতে হবে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই।

একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্য জুড়ে বিরোধীদের উপর ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিজেপি। ভোট পরবর্তী হিংসার সেই মামলায় তদন্ত করছে সিবিআই। পুরভোটে তেমন ঘটনার পুনরাবৃত্তি হোক, চায় না গেরুয়া শিবির। সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী চেয়ে জোরালো আওয়াজ তুলছেন তাঁরা।

অভিযোগ, পুরভোটে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই নাকি মনোনয়ন তুলে নেওয়ার কথা বলে নানা হুমকি দেওয়া হচ্ছে। উড়ো ফোন আসছে বারবার। অনেকেই তাতে আতঙ্কিত। এসবই মূলত কমিশনকে নালিশ আকারে জানাতে গিয়েছিল বিজেপি।

সেসময় অর্জুন সিং বলেন, রাজ্যপাল বলেছেন, কিন্তু সেই কথাও কতটা শোনা হবে জানা নেই। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আমরা আদালতে যাব, এমন ভাবনা-চিন্তা চলছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি। রাজ্যের নির্বাচন কমিশন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী কাজ করছে। তাই আগামী দিনে আমরা আদালতে যেতে পারি।

কলকাতা পুরভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর এই দাবি ফের আদালত পর্যন্ত পৌঁছয় কিনা সেটাই এখন দেখার। এদিকে সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ডেকে বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনকড় যা বলেছেন, তা তিনি নবান্নকে জানিয়ে দিয়েছেন।

 

You might also like