
পুরভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা, হাইকোর্টেই তার নিষ্পত্তি হবে, সুপ্রিম কোর্ট তেমনটাই নির্দেশ দিয়েছিল। গতকাল বিজেপির আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের বিচারপতি এল নাগেসারা রাও এবং বিচারপতি বিআর গাওয়াইয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, এখনই এই মামলায় তারা হস্তক্ষেপ করতে চায় না। কারণ, পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কিনা তা সংশ্লিষ্ট হাইকোর্টই বেশি ভাল বুঝতে পারবে। ফলে আগামীদিনে পুর মামলার নিষ্পত্তি কলকাতা হাইকোর্টেই হবে।
সুপ্রিম কোর্ট থেকে এই নির্দেশ পাওয়ার পরেই মঙ্গলবার ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। তাঁদের বক্তব্য, কলকাতার পুরভোট ঘোষণা এবং তার প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই তাঁদের প্রার্থীদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এমনকি মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাছাড়া বিজেপি এও বলছে, বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ভোট পরবর্তী হিংসা কোন পর্যায়ে পোঁছে গিয়েছিল তা সকলেরই জানা। সব দিক বিবেচনা করেই তাই এই পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দাবি করেছে তারা।
মঙ্গলবার দুপুর ২টোয় এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে আবেদন করা হয়েছে।