Latest News

সুন্দরবনের দ্বীপ কেন্দ্র গোসাবায় লঞ্চে চড়ে প্রচার বিজেপি প্রার্থীর!

দ্য ওয়াল ব্যুরো, ক্যানিং: সুন্দরবনের গোসাবা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসাবে ভোট ময়দানে নেমেছেন বরুণ প্রামানিক ওরফে চিত্ত। আর মাত্র কটা দিন রয়েছে গিয়েছে ভোট পর্ব শুরু হতে। তাই নাম ঘোষণা হতেই মঙ্গলবার থেকেই প্রচারে নেমে পড়লেন এই বিজেপি প্রার্থী।

প্রথম দিনেই অভিনবভাবেই প্রচার সারলেন তিনি। গোসাবা জেটিঘাটে থেকে লঞ্চে চড়ে প্রতিটি দ্বীপ এলাকায় ঘুরে প্রচার করলেন এই বিজেপি প্রার্থী।

১২৭ গোসাবা বিধানসভা কেন্দ্রের বেশিরভাগে মানুষ তপসিলি জাতিভুক্ত। সুন্দরবনের একাধিক দ্বীপ এলাকা নিয়ে রয়েছে এই বিধানসভা। সেখানের মানুষের কাছে পৌঁছতে গেলে লঞ্চ ছাড়া উপায় নেই। তাই, গোসোবা, রাঙাবেলিয়া, আমতলিসহ বিভিন্ন দ্বীপ এলাকায় মানুষের কাছে পৌঁছাতেই লঞ্চে ভোট প্রচার করে বিজেপি প্রার্থী বরুণ। এমনকি লঞ্চ থেকে নেমে তিনি পায়ে হেঁটেও সেখানের মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। জানতে চান তাঁদের অসুবিধার কথা।

প্রচারের পর সুন্দরবনের এই প্রত্যন্ত দ্বীপ কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে তিনিও একশো শতাংশ আশাবাদী দাবি করেছেন। তবে এবার কেন্দ্রটিতে এবার ত্রিমূখী লড়াই হতে চলেছে। জয়ী হতে গেলে প্রতিদ্বন্দ্বী তৃণমূল ও আরএসপির প্রার্থীর সঙ্গে জোর লড়াইয়ে নামতে হবে বরুণ প্রামানিককে।

ওই কেন্দ্রে দুবার তৃণমূলের হয়ে জয়ী হয়েছেন জয়ন্ত নস্কর। উল্লেখ্য, ২০১১ সালে এবং ২০১৬ গোসাবা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন জয়ন্ত। এবার জয়ী হলে তিনি হ্যাট্রিক করবেন। অন্য রয়েছেন আরএসপির প্রার্থী অনিল মন্ডল। তাই এই কেন্দ্রে কোনও দলই একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। যদিও গোসাবা কেন্দ্রে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে আভাস ইতিমধ্যে পেয়ে গিয়েছেন এলাকার ভোটাররা।

রাজ্যের দ্বিতীয় দফায় ১ এপ্রিল এই কেন্দ্রে ভোট। আর সেই কারণে ভোটের দিন যতই এগিয়ে আসছে রাজনৈতিক ডামাডোলের বাজার ততই জমজমাট হয়ে উঠছে এই কেন্দ্রটি। তবে সমস্ত কিছুই পরিষ্কার হয়ে যাবে আগামী ২ মে।

You might also like