
দ্য ওয়াল ব্যুরোঃ বুধবার দুপুরে তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে সেনাবাহিনীর এমআই১৭-ভি৫ কপ্টার। তাতে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ তথা তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত। তাঁর মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন তাঁর স্ত্রী মধুলিকাও। সেই কপ্টারেই ছিলেন এক বঙ্গসন্তানও।
বিপিন রাওয়াতের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন হাবিলদার সৎপাল রাই। দার্জিলিংয়ের তাকদার বাসিন্দা তিনি। কপ্টার দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে। এই মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দার্জিলিংয়ে।
হাবিলদার সৎপাল রাইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। টুইট করে তিনি লিখেছেন, হাবিলদার সৎপাল রাইয়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। অন্তরের সমবেদনা জানাচ্ছি ওঁর পরিবারকে। তিনি সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের ব্যক্তিগত সিকিউরিটি অফিসার ছিলেন। ঈশ্বর ওঁর পরিবারকে শক্তি দিন।
I extend my heartfelt condolences to the family of Hav. Satpal Rai. He was the Personal Security Officer (PSO) of CDS Gen. Bipin Rawat Ji.
He was from Takdah in Darjeeling.
I pray to God to grant his family the strength to overcome this irreparable loss. pic.twitter.com/lau1CJFVEt
— Raju Bista (@RajuBistaBJP) December 8, 2021
বিপিন রাওয়াতের ওই কপ্টারে ছিলেন মোট ১৪ জন আরহী। তাঁদের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একমাত্র জীবিত আরোহী ক্যাপ্টেন বরুণ সিং। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ।