
ঝিমলি মুখোপাধ্যায় পান্ডে টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। কিছু সময়ের জন্য কাজ করেছেন দ্য স্টেটসম্যানেও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯। তাঁর এই অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছে কলকাতা প্রেস ক্লাব।
জানা গেছে ওই দুর্ঘটনার সময় ঝিমলির সঙ্গে ছিলেন তাঁর মা এবং স্বামীও। তবে তাঁরা স্থিতিশীল। ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই সমান দক্ষ ছিলেন প্রেসিডেন্সির প্রাক্তনী ঝিমলি। তাঁর বিশেষত্ব ছিল পরিবেশ, হেরিটেজ, শিশু সুরক্ষা বিষয়ক সংবাদ পরিবেশনে। সম্প্রতি তিনি শশী তারুরের একটি বই বাংলায় অনুবাদের কাজ করছিলেন। ঝিমলি মুখোপাধ্যায় পান্ডের এই মৃত্যু সাংবাদিক মহলে আলোড়ন ফেলেছে।