
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে একদিনের মৃত্যুও গতকালের চেয়ে বেড়েছে। গতকাল যেখানে করোনার বলি হয়েছিলেন ৩৩ জন, সেখানে এদিন মারা গেছেন ৩৪ জন। সোমবার কোভিড আক্রান্তের সংখ্যাও কিছুটা কমেছিল। ১০ হাজারের নীচে ছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। আজ সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩০৮ জন।
সংক্রমণের বিচারে ফের শীর্ষে কলকাতা। গত ২৪ ঘণ্টায় শহরে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০২ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬১ জন। মারা গেছেন ৭ জন। দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, দার্জিলিংয়েও সংক্রমণ তুলনামূলক বেশি।