Latest News

‘বেলা শুরু’র টিজার পোস্টার লঞ্চ হল সৌমিত্রর জন্মদিনে

দ্য ওয়াল ব্যুরো: গত ১৯ জানুয়ারি ছিল প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। সেই দিনই সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে উইন্ডোজের তরফে প্রকাশ করা হল ‘বেলা শুরু’র টিজার পোস্টার। এবছরই ২০ মে নাগাদ প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই সিনেমা।২০২০ সালের নভেম্বর মাসে অমৃতলোকে পাড়ি দিয়েছিলেন বাংলা তথা ভারতীয় সিনেমার মহীরুহ প্রতীম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর অভাব কোনওদিন পূরণ হবার নয়। সিনেমাপ্রেমীদের কাছে তিনি বেঁচে থাকবেন তাঁর সৃষ্টির মধ্যে দিয়েই। সৌমিত্রর জন্মদিন উপলক্ষে এদিন তাঁর অনুরাগীরা স্মৃতির সরণি হেঁটে শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন নেটদুনিয়ায়।মুক্তির অপেক্ষায় দিন গুনছে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত বহুকাঙ্খিত ছবি ‘বেলাশুরু’। সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতে একসঙ্গে অভিনয়ের পর ফের একবার ‘বেলা শেষে’ ছবিতে সৌমিত্র স্বাতীলেখা রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শককূল। তারপরই ‘বেলা শুরু’র পরিকল্পনা। তবে এই ছবি ‘বেলাশেষে’র সিক্যুয়াল নয়।সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে এই ছবির কাহিনি আবর্তিত হবে বলে জানা গেছে। টিজারে দেখা যাচ্ছে এক প্রবীণ দম্পতির রসায়ন। দেখা যাচ্ছে, পরম যত্নের সঙ্গে স্বাতীলেখার চুল আঁচড়ে দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।গতবছর করোনাকালেই এই ছবির দুই স্তম্ভ সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত পাড়ি দিয়েছেন অমৃত ধামে। স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহের পারদ চড়ে আছে তাঁদের এই শেষ কাজকে ঘিরে। সৌমিত্র-স্বাতীলেখার পর্দার বন্ধুত্ব, প্রেম এবং সম্পর্কের রসায়নের আঁচ ‘বেলা শুরু’ ছবির মাধ্যমে দর্শক পেতে চলেছে আবারও।এই ছবিতে অন্যান্য শিল্পীরা হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ,অপরাজিতা আঢ্য, মনামী ঘোষ, খরাজ মুখোপাধ্যায়, শংকর চক্রবর্তী প্রমুখ। ক্যামেরার দায়িত্বে আছেন শুভঙ্কর ভড়। ছবিতে সুরারোপ করেছেন অনুপম রায়। ছবির প্রযোজক, পরিচালক হলেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

You might also like