
আবাস যোজনার ঘর এখনও মেলেনি, রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসী
তাই জমছিল ক্ষোভ। সহ্যের সীমা পার হয়ে যেতে এবার ফুঁসে উঠলেন সকলে মিলে। সোমবার পান্ডুয়া এলাকার খন্যান হাট তলায় জিটি রোড অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা।
অভিযোগ, ২০১৮ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রতিশ্রুতিতে পঞ্চায়েত থেকে সার্ভে করা হয়। অথচ আজও সেই ঘর মেলেনি। বিক্ষোভকারীরা আরও জানালেন, খন্যান পশ্চিমপাড়া, দুলেপড়া, হাটতলা, খন্যান মসনেপাড়া- এই চারটি এলাকার বাসিন্দারা সমস্তরকম সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
জানা যায়, এলাকাগুলোতে মূলত তফশিলি জাতি এবং উপজাতির মানুষদের বাস। তাঁরা অধিকাংশই দারিদ্র সীমার নিচে বাস করেন।মাটির ঘর। অনেকের সেটুকুও নেই।
গ্রামবাসীর অভিযোগ, পাকা ঘর দেওয়া হবে বলে ঘটা করে সার্ভে করা হল। অথচ সেই সার্ভে রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হল না কেন?
তাঁদের দাবি, অবিলম্বে ঘরের ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না প্রশাসনিক আধিকারিকদের আশ্বাস না মিলবে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে। এমনটাই জানালেন বিক্ষোভকারী গ্রামবাসীরা।
এদিকে বিক্ষোভ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় পান্ডুয়া থানার পুলিশ। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় জিটি রোডে।
ঘটনায় পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা জানান,
মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সব মাটির বাড়িই পাকা বাড়ি হবে। পান্ডুয়া ব্লকে ইতিমধ্যেই ২৩,৫০০ আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে। কিছু মাটির বাড়ি অবশ্য এখনও আছে। সেগুলোও দ্রুত পাকা করার জন্য প্রশাসনিক স্তরে আলোচনা চলছে।
বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সভাপতি আরও বলেন, জিটি রোড অবরোধ করে মানুষকে দুর্ভোগে না ফেলে আলোচনা করেও সমস্যা মেটানো যেত। পান্ডুয়া পুলিশের হস্তক্ষেপে অবশেষে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনা হয়।