
কোভিশিল্ডের ‘জাদু’! এক ডোজেই হাঁটাচলা, কথা বলছেন ৫ বছরের শয্যাশায়ী, তদন্তে ডাক্তাররা
পরিবারের একমাত্র রোজগেরে দুলারচাঁদ মুন্ডা নামে বোকারোর পিটারওয়ার ব্লকের উত্তাসারা পঞ্চায়েতের সালগাদি গ্রামের লোকটি ৫ বছর আগে দুর্ঘটনার কবলে পড়ে না পারতেন হাঁটাচলা করতে, না কথা বলতে। বিছানাই ছিল তাঁর পৃথিবী। পিটারওয়ার কমিউনিটি হেলথ সেন্টারের ইনচার্জ ডঃ আলবেলা কেরকাত্তার দাবি, গত ৪ জানুয়ারি মুন্ডাকে তাঁর বাড়ি এসে কোভিশিল্ড ভ্য়াকসিন দেন এক অঙ্গনওয়াড়ি কর্মী। পরদিনই পরিবারের লোকজন চমকে দেখেন, মুন্ডার নিষ্প্রাণ দেহে যেন কেউ প্রাণশক্তি সঞ্চার করেছেন, তিনি বিছানা ছেড়ে হাঁটাচলা করছেন, কথাও বলছেন। মুন্ডার মেরুদণ্ডের সমস্যা থাকায় তিনি পুরোপুরি শয্যাশায়ী ছিলেন। ডঃ কেরকাত্তা বলেছেন, ওনার সব রিপোর্ট আমরা দেখেছি। এটা তদন্ত করে দেখার ব্যাপার।
সিভিল সার্জন ডঃ কুমার বলেছেন, বিস্ময়কর ব্যাপার। আমরা ওনার মেডিকেল ইতিহাস ঘেঁটে দেখব।
তবে গ্রামবাসীদের কাছে এমন অত্যাশ্চর্যকর ঘটনা মানে ঈশ্বরের আশীর্বাদ। স্বর্গীয় ব্যাপার।