
ঘটনাটি ঘটেছে বসিরহাটে। সেখানে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে আসেন খুশবু দেবী, বয়স ২২ বছর। তিনি হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের খাড়ুপালা গ্রামের বাসিন্দা, পেশায় ইটভাঁটার শ্রমিক। শনিবার বিকেলে হঠাৎ তাঁর প্রসব যন্ত্রণা ওঠে। স্থানীয়রা একটি মারুতি গাড়ি জোগাড় করে তৎক্ষণাৎ তাঁকে নিয়ে আসেন হাড়োয়া গ্রামীণ হাসপাতালে।
কিন্তু অভিযোগ, বারবার অনুরোধ করার সত্ত্বেও ওই প্রসূতিকে ভর্তি নিতে রাজি হয়নি হাসপাতাল। কারণ তাঁদের কাছে কোনও নথিপত্র কিংবা পরীক্ষা নিরীক্ষার কাগজ ছিল না। হাসপাতালের গেটের সামনেই প্রায় এক ঘণ্টা যন্ত্রণায় ছটফট করেন খুশবু। তারপর গাড়িতেই জন্ম দেন পুত্র সন্তান। হাসপাতালের এই আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী।
প্রসবের অবশ্য হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরীক্ষা করে দেখা যায় মা ও সন্তান সুস্থ আছে দুজনেই। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাড়োয়া গ্রামীণ হাসপাতাল চত্বরে।