
দ্য ওয়াল ব্যুরো: পুলিশের সঙ্গে ধুন্ধুমার বেঁধে গেল আদিবাসীদের। বাঁকুড়ার পাঞ্চেত বন দফতরের সামনে আদিবাসীদের প্রতিবাদ মিছিল সামাল দিতে গিয়ে বিপুল জনরোষের মুখে পড়ল পুলিশবাহিনীই। পুলিশের ব্যারিকেড ভেঙে বেরিয়ে গেলেন বিক্ষোভকারী আদিবাসীরা।
সম্প্রতি বন দফতরের তরফে একটি লিফলেট বিলি করা হয়েছিল, যাতে লেখা ছিল, বন জঙ্গল আগুনে পুড়িয়ে দেয় আদিবাসীরা। সেটাই নাকি তাদের সংস্কৃতি। কিন্তু এমন মারাত্মক অভিযোগে খেপে ওঠেন আদিবাসীরা। তাঁদের দাবি, যুগযুগ ধরে জঙ্গল বাঁচিয়ে রেখেছেন তাঁরাই। তাঁদের বিরুদ্ধে এমন অপবাদ!
সোমবার কয়েক হাজার আদিবাসী মানুষ পাঞ্চেত বন বিভাগের দফতরে মিছিল করে গিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা দফতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপরই পুলিশের সঙ্গে প্রায় যুদ্ধ বেধে যায় আদিবাসীদের। শেষমেষ পুলিশের ব্যারিকেড ভেঙে আদিবাসীরা ঢুকে পড়েন বন দফতর চত্বরে। সেখানেই বিক্ষোভ চলতে থাকে।