Latest News

বিষ্ণুপুরে এখনও ঘুরছে ‘অবাধ্য’ পর্যটক! নিজেই পথে নেমে মাস্ক পরালেন মহকুমা শাসক

দ্য ওয়াল ব্যুরো: পর্যটনকেন্দ্র বন্ধ হয়ে গেছে সরকারি নির্দেশিকায়। তালা পড়েছে বিষ্ণুপুরের সমস্ত মন্দিরে। তবু আনাচেকানাচে এখনও দেখা মিলছে পর্যটকদের। যাঁদের একটা বড় অংশই ঘুরে বেড়াচ্ছেন মাস্কহীন অবস্থায়। সেই দেখে বিষ্ণুপুরের পথে নামলেন খোদ মহকুমা শাসক, অনুপ কুমার দত্ত। দায়িত্ব নিয়ে মানুষকে সচেতন করে চলেছেন তিনি।

মাস্কহীন পথচারীদের বিরুদ্ধে ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ করেছে বাঁকুড়া সদর থানা। প্রতিদিনই অভিযান চালিয়ে মাস্কহীনদের আটক করছে পুলিশ। এতে বাঁকুড়া শহরের ছবিটা কিছুটা বদলালেও বিষ্ণুপুর শহরে এখনও অসেচতন মানুষের ভিড় নজরে আসছে।

শনিবার দুপুরে স্থানীয় বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের নিয়ে বিষ্ণুপুরের একাধিক মন্দিরে যান মহকুমা শাসক। মন্দিরের সামনে থাকা মাস্কবিহীন পর্যটকদের ধমক দিয়ে তাঁদের হাতে মাস্ক তুলে দেন।

স্থানীয় হস্তশিল্পী ব্যবসায়ীদের মধ্যেও মাস্ক পরার ব্যাপারে প্রচার চালান মহকুমা শাসক। মহকুমা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

You might also like