
তাঁর লটারি জেতার কথা শনিবার জানিয়েছেন আসানসোলের জনৈক লটারি বিক্রেতা সাহাবুদ্দিন। শুক্রবার রাতে ডেলি লটারিতে টিকিট কেটেছিলেন পেশায় ঠিকাদার শ্রমিক মহম্মদ আলম। এরপর রাতের খেলার লটারির ফলাফলে দেখা যায়, লটারিতে এক কোটি টাকা পুরস্কার জিতেছেন তিনি।
এর আগে প্রতিদিন মহম্মদ আলম এবং লটারি বিক্রেতা সাহাবুদ্দিন দুজনে মিলে লটারির টিকিট কিনতেন। কিন্তু শুক্রবার সাহাবুদ্দিন টিকিট না কাটায় মহম্মদ আলম একাই লটারির টিকিট কিনে নেন। আর তারপরেই রাতারাতি কোটিপতি হয়ে গেলেন তিনি। এই খবরে খুশি এলাকার মানুষজনও। লটারির টাকায় ভাগ্য কার্যত খুলে গেল মহম্মদের। দিন আনি দিন খাই দশায় আর দিন কাটাতে হবে না তাঁকে এবং তাঁর পরিবারকে। ভেবেই আনন্দ উপচে পড়ছে মহম্মদের চোখ-মুখে।