Latest News

পার্কস্ট্রিটে হামলাকারী সিআইএসএফ জওয়ান ধরা পড়ল, দেড়ঘণ্টা পর সাফল্য

দ্য ওয়াল ব্যুরো: ধরা পড়ল পার্ক্সস্ট্রিটে (Park street) গুলি (Fire) চালানো সিআইএসএফ জওয়ান (Arrested)। কলকাতা পুলিশের দারুণ সাফল্য। প্রায় দেড় ঘন্টার লাগাতার চেষ্টায় ধরা গেল হামলাকারীকে।

শনিবার সন্ধ্যায় গুলিবৃষ্টি হয়েছে পার্কস্ট্রিট লাগোয়া কিড স্ট্রিটে (Kolkata Shootout)। সাড়ে ছ’টা নাগাদ জাদুঘরের পাশে সিআইএসএফের (CISF) ব্যারাকে এক জওয়ান তার সার্ভিস রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে খবর। দুজন জওয়ান গুলিবিদ্ধ হন এবং তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়।

শনিবারের সন্ধ্যা মানে পার্ক স্ট্রিট জমজমাট থাকে। বহু মানুষ সেখানে উইকএন্ড সেলিব্রেট করতে যান। ফলে আরও বড় কোনও ঘটনা ঘটলেও অবাক হওয়ার মতো কিছু ছিল না।

কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বেই ওই জওয়ানকে খুঁজে বের করার অপারেশনে নেমেছিল লালবাজারের দুঁদে অফিসাররা। প্রায় দেড় ঘন্টা পর মিলল তার খোঁজ।

সাম্প্রতিক সময়ে এত বড় ঘটনা কলকাতা শহরে ঘটেনি বলেই মত অনেকের। কয়েক মাস আগে পার্কসার্কাসে কলকাতা পুলিশের এক কনস্টেবল একজনকে গুলি করে মেরে ফেলার পর আত্মঘাতী হয়েছিলেন। কিন্তু এদিনের ঘটনা অনেক অনেক বড়।

‘বন্দুকবাজ’ সিআইএসএফ জওয়ান কোথায়? হন্যে হয়ে খুঁজছে পুলিশ, ত্রস্ত পার্কস্ট্রিট



You might also like