
Anis Khan Death: মীনাক্ষীদের আঘাত দেখে ফের মেডিক্যাল পরীক্ষার নির্দেশ, খুনের চেষ্টার মামলা বাম নেতানেত্রীদের
দ্য ওয়াল ব্যুরো
সেইসঙ্গে এই ১৬ জনের মধ্যে দুজনকে একদিনের পুলিশ হেফাজত ও ১৪ জনের একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন হাওড়া আদালতের বিচারক। আগামীকাল এঁদের প্রত্যেককেই তোলা হবে আদালতে।
আরও পড়ুনঃ ‘আমরা আনিসকে হারিয়েছি, এটাই আমাদের ওয়ার্নিং বেল’, বললেন রাজ্যপাল
মীনাক্ষীদের আইনজীবী বলেন, পুলিশ আদালতে বলেছে তাঁদের উপর হামলা হয়েছে। আমরা আদালতকে দেখিয়েছি, কী ভাবে কালকে পুলিশ আধলা ইট নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। অথচ এফআইআরে কোথাও সেকথার উল্লেখ নেই।
এদিন আদালতে ঢোকার সময়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “আনিস খানকেখুন করেছে পুলিশ। দোষীদের শাস্তি না দিয়ে অন্যদের সামনে আনা হচ্ছে।এর বিরুদ্ধে আন্দোলন চলবে। পুলিশ বা সরকার যদি ভেবে থাকে এ ভাবে আমাদের পিটিয়ে, দমন করে আন্দোলন থামিয়ে দেবে তাহলে ভুল ভাবছে।”