
দ্য ওয়াল ব্যুরো: ‘আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বক বক…’ অনুপম রায়ের এই বিখ্যাত গানটি বাজলেই ছোট থেকে বড় সকলেই ফিরে যান স্কুলের গণ্ডিতে। ভেসে ওঠে স্মৃতি। প্রথমে করোনা তারপর অতিরিক্ত গরম, সবমিলিয়ে বেশ অনেকটা সময়ই স্কুল বন্ধ থেকেছে রাজ্যে। ৫৫ দিন গরমের ছুটি কাটিয়ে ফের বাচ্চারা স্কুলমুখী হবে। কোভিড বিধি মেনেই সোমবার অর্থাৎ আজ থেকে খুলছে শহরের সমস্ত স্কুল (School Reopen)।
পূর্বে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি (Summer Vacation) থাকলেও খোলার আগে অতিরিক্ত গরম পড়ায় ফের ১০ দিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতই আজ থেকে খুলে যাচ্ছে স্কুলের দরজা।
এদিকে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা (COVID)। সঙ্গে ম্যালেরিয়া, ডেঙ্গুর মত উপদ্রব বাড়ছে। ফলে স্কুল খুললেও থাকছে বিশেষ সতর্কতা। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে শিক্ষা দফতরের তরফে আগেই জেলা প্রশাসনকে সতর্ক করেছে। কী কী করতে হবে তার তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্কুল খুললেও (School Reopen) কী কী বিষয়ে সতর্ক হতে হবে?
- স্কুল খুললেও নতুন করে করোনা ভয় চেপে বসছে। তাই স্কুলে স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে। শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকতে হবে। মাস্ক বাধ্যতামূলক হবে স্কুলে। সঙ্গে স্যানিটাইজার রাখতে হবে। পড়ুয়া, শিক্ষক সকলকেই মানতে হবে সামাজিক দূরত্ব।
- করোনার পাশাপাশি বর্ষার সময় ডেঙ্গু-ম্যালেরিয়ার প্রকোপ বাড়বে। কাজেই স্কুলগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। কোথাও যাতে জমা জল না থাকে সেইদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে স্কুল কর্তৃপক্ষকে। যাতে স্কুল চত্বরে কোথাও শ্যাওলা না জমে সেই দিকেও নজর দিতে হবে।
- মিড ডে মিল নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে। রান্নার জায়গা, বাসনপত্র পরিচ্ছন্ন হতে হবে। বাচ্চাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে স্কুল কর্তৃপক্ষকে। শুধু তাই নয়, বাচ্চারা যখন মিড ডে মিল নিতে যাবে তখন লক্ষ্য রাখতে হবে যাতে সমস্ত স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা।
এই গরমের ছুটি নিয়ে কম বিতর্ক হয়নি। এমনকি রাজ্যের এভাবে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে মামলাও হয়েছে হাইকোর্টে। বিভিন্ন শিক্ষক সংগঠনের বক্তব্য ছিল, এভাবে স্কুল বন্ধ রাখায় স্কুলের পড়াশুনার সংস্কৃতি নষ্ট হচ্ছে।
সেই তর্ক বিতর্কের মাঝেই আজ থেকে ফের স্কুল খুলছে। মোবাইলে নয়, চক-ব্ল্যাকবোর্ড-ডাস্টারে হবে ক্লাস। স্কুলগুলোতে ফিরবে প্রাণ। পড়ুয়াদের কোলাহলে ভরে উঠছে ক্লাসরুম।
ভুল থেকে শিক্ষা! কেকে-র মৃত্যুর পর পাল্টেছে নজরুল মঞ্চের চিত্র, সোনুর অনুষ্ঠানে বাড়তি সতর্কতা