
দিদিকে গত প্রায় চার দশক ধরে বাংলার রাজনীতি চেনে। ইদানীং প্রায়ই একটা কথা বলেন, তিনি ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নেব। সূত্রের খবর, অমিত শাহকে সেভাবেই অর্থাৎ রাজনৈতিক ভাবে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নিতে চলেছেন দিদি।
রবিবার বোলপুরে অমিত শাহর রোড শো হয়েছে। মাত্র ১ কিলোমিটার দীর্ঘ রোড শো। কর্মী, সমর্থকদের ঢলে সে টুকু রাস্তা পার করতেই কয়েক ঘন্টা লেগেছে। এ বার তার পাল্টা রোড শো করতে চলেছে তৃণমূল।
স্থির হয়েছে, ২৯ ডিসেম্বর বোলপুরে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি, সেদিন জন প্লাবন ঘটবে বোলপুরে।
বীরভূমের সিংহভাগ পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদ সবই তৃণমূলের দখলে। জেলার সভাপতি হলেন দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। সেই তুলনায় বিজেপির সাংগঠনিক শক্তি কম। ফলে তৃণমূলের রোড শো যে বিজেপির তুলনায় আড়়ে বহরে বহুগুণ হবে তা আন্দাজ করছেন অনেকেই। কারও কারও মতে, ওটা রোড শো বললে ভুল হবে। বরং মেগা শো বলা ভাল।