Latest News

পালিত বাবাকে খুন করতে ৫০ লাখ টাকার সুপারি! গ্রেফতার গুণধর সন্তান

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: শিবপুরে (Howrah) ব্যবসায়ী খুনের (murder) ঘটনার কিনারা করল পুলিশ। সূত্রের খবর, সুপারি কিলার দিয়েই খুন করানো হয়েছে ব্যবসায়ী শেখ তৈয়ব আলিকে। ঘটনার মূল চক্রী হিসাবে অভিযুক্ত তাঁরই পালিত পুত্র আকাশ আফ্রিদি আলি। তাকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে পুলিশের জালে ধরা পড়েছে আসল খুনি শেখ সিকন্দর।

জানা গেছে, নিজের বাবাকে খুন করার জন্য সিকন্দরকে ৫০ লক্ষ টাকা দিয়েছিল আকাশ। সেই টাকাও তাঁর বাবার থেকেই পাওয়া হাতখরচ থেকে জমিয়েছিল বলে জেরায় জানিয়েছে সে। জানা গেছে, সবসময়ই বাবার থেকে মোটা টাকা হাতিয়ে নিত আকাশ। এমনকি নিজের জীবন যাপনেও বেশ উশৃঙ্খল ছিল। নাইট ক্লাবে যেত, দামি দামি মোবাইল, গাড়ি ব্যবহার করত।

murder Howrah

পুলিশি জেরার মুখে আকাশ আফ্রিদি আলি জানায়, তাকে দত্তক নিয়েছিলেন পালিত পিতা শেখ তৈয়ব আলি। পরে তাঁর আরও দুটি সন্তান হয়, একটি ছেলে ও একটি মেয়ে। এরপরই নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় সে। ভাবতে শুরু করে, তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে নিজের ছেলেমেয়েকেই সব কিছু লিখে দেবেন তার পালিত পিতা।

এই আশঙ্কা থেকেই সম্প্রতি বাবার কাছে জিটি রোডের ওপর কেনা একটি জমি নিজের নামে লিখিয়ে নিতে চেয়েছিল আকাশ। জানা গিয়েছে, ওই জমিটি ১ কোটি ৭০ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন তৈয়ব আলি। সেখানে এখন গাড়ি পার্কিং করা হয়। ওই জমিতে বাইকের শো-রুম করতে চেয়েছিল আকাশ। কিন্তু তৈয়ব আলি জমিটি কোনওভাবেই লিখে দিতে রাজি হননি।

murder Howrah

সেই নিয়েই শুরু হয় বিবাদ। এরপরই পথের কাঁটা বাবাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। নিজের বন্ধু শেখ সিকন্দরকে ৫০ লাখ টাকা সুপারি দেয় সে। এরপরই গত শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় আচমকা তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে নার্সিংহোমে নিয়ে গেলে সেখানেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ওই তো মানিক! বারান্দা দিয়ে উঁকি দিলেন, কথাও বললেন অল্প

You might also like